সুনামগঞ্জের সাবেক সেটেলমেন্ট অফিসার কারাগারে

3

সুনামগঞ্জ সংবাদদাতা

দুর্নীতির মামলায় দুদকের অভিযোগপত্র দাখিলের পর সাবেক সহকারী সেটেলমেন্ট অফিসার এবং সিলেট জোনের আপিল অফিসার মো. আব্দুল হাই আজাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার সুনামগঞ্জ সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. হেমায়েত উদ্দিন এ আদেশ দেন। গ্রেফতারকৃত আব্দুল হাই আজাদ শাল্লা উপজেলার কাদিরগঞ্জ গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, দুর্নীতির অভিযোগে ২০১৮ সালের ৪ মার্চ আব্দুলের বিরুদ্ধে আদালতে মামলা করেন তেঘরিয়ার বাসিন্দা তোফাজ্জল হোসেন পীর। আদালত মামলাটি আমলে নিয়ে যাচাই ও অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দেন। দীর্ঘ অনুসন্ধান শেষে দুদক আব্দুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর দুদকে অভিযোগ আমলে নিয়ে আদালত আব্দুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রবিবার আব্দুল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাতে দুদকের আইনজীবী পিপি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, আব্দুলকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।