বানভাসি মানুষের দুর্ভোগে আমরা মর্মাহত -মাওলানা হাবিবুর রহমান

2

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সিলেট অঞ্চলে আকষ্মিক ভয়াবহ বন্যায় সুনামগঞ্জবাসীসহ বানভাসি মানুষের দুর্ভোগে আমরা মর্মাহত। আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ইবনে সিনা হাসপাতালের পক্ষ থেকে সুদূর সিলেট থেকে সামান্য কিছু খাদ্যসামগ্রি নিয়ে পাশে দাঁড়িয়েছি। তিনি বলেন, আল্লাহতায়ালা প্রাকৃতিম দুর্যোগ দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে মুমিনদের পরীক্ষা করেন। এতে বিচলিত না হয়ে আমরা যেন এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, ধৈর্য ধরতে পারি।
গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ শহরের একটি মিলনায়তনে ত্রাণ বিতরণ পূর্বে বন্যার্তদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জস্থ আল হেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওরানা তোফায়েল আহমদ খান, হাসপাতালের ডেপুটি খন্দকার মো. ইকবাল হোসেন, সিনিয়র এসিসট্যান্ট মো. শাহেদ আলী ও দিলশাদ আহমদ, এসিসট্যান্ট ম্যানেজার ও রিকাবীবাজার শাখা মো. রেজাউল ইসলাম, এসিসট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফয়জুল ইসলাম প্রমুখ। পরে বন্যার্তদের মাঝে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পক্ষ থেকে খাদ্যসামগ্রি তুলে দেন মাওলানা হাবিবুর রহমান। বিজ্ঞপ্তি