কাজির বাজার ডেস্ক
শহরতলীর দাসপাড়া থেকে ১৮ লক্ষাধিক টাকার ৩০৮ বস্তা চোরাই চিনি জব্দসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। রবিবার রাত ১০টার দিকে মুসলিম স্কুলের সামনে পুলিশের চেকপোস্টে ধরা পড়ে চোরাই এ চিনির চালান।
গ্রেফতারকৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার ডুপি (সারিঘাট) গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে মো. কবির আহমেদ (৩২) ও একই গ্রামের মো. চান মিয়ার ছেলে মোঃ শাকিল আহমেদ (১৯)। সোমবার বিকেলে বিয়ষটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান- রবিবার রাতে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) সোহেল চন্দ্র সরকারের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে অভিযানকালে সিলেট শহরের দিকে আসা একটি (নং-ঢাকা মেট্রো-ট-১৮-১০৫৫) পাথর ভর্তি ট্রাক থামিয়ে তল্লাশীকালে পাথরের নিচ থেকে একে একে ৩০৮ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। পরে চোরাচালানের সাথে জড়িত দুজনকে আটক করে ট্রাকসহ থানায় নিয়ে যায় পুলিশ। জব্দকৃত চিনির বাজার মূল্য ১৮ লক্ষ ১১ হাজার ৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। শাহপরাণ (রহঃ) থানায় এফআইআর নং-১১, তারিখ-১০ ফেব্রæয়ারি, ২০২৫।