শায়েস্তাগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শিক্ষাসফরে আসা বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষে ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কে সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, সিলেট থেকে কুমিল্লাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন। পরে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করা গেলেও ট্রাকটি পালিয়ে যায়। ওসি আরো বলেন, বাসের যাত্রীরা শিক্ষা সফরের উদ্দেশ্যে নারায়নপুর দাখিল মাদ্রাসা কুমিল্লা থেকে সিলেট জাফলং ভ্রমণে আসেন। ভ্রমণ শেষে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলে শায়েস্তাগঞ্জে এসে দুর্ঘটনার শিকার হন।