উপশহর থেকে প্রতারণার মামলায় দুই সহোদর গ্রেফতার

45

স্টাফ রিপোর্টার

নগরীর শাহজালাল উপশহর থেকে প্রতারণার মাধ্যমে যুক্তরাজ্য পাঠানোর নামে সাড়ে ২৯ লক্ষ টাকা আত্মসাতের দায়েরকৃত মামলায় দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১২ টার দিকে ১নং রোডের এইচ বøকের ২৪৫ নম্বর বাসা থেকে তাদেরকে গ্রেফতার করে শাহপরাণ (র.) থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ (র.) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন- মাইদুল ইসলাম ছবুল (৩৬)। তিনি সিলেটের বালাগঞ্জ থানার তালতলা বাজার এলাকার তালতলা গ্রামের মৃত জুলফিকার আলীর ছেলে এবং তার ভাই শিপু আহমেদ (২৬)। বর্তমানে গ্রেফতারকৃতরা নগরীর শাহজালাল উপশহর ১নং রোডের এইচ বøকের ২৪৫ নম্বর বাসার বাসিন্দা। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান শাহপরাণ (র.) থানার জিআরও এসআই শামীমা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, সিলেটের বালাগঞ্জ থানার তালতলা বাজার এলাকার তালতলা গ্রামের মৃত জুলফিকার আলীর ছেলে খন্দকার সামছ উরফে রোয়েদ আহমদ (৪০) ওসমানীনগর থানার ওছমানপুর এলাকার লামাপাড়া গ্রামের তমজিদ আলী চৌধুরীর ছেলে মুরাদ হোসেন চৌধুরী ও তার স্ত্রীকে কেয়ার ভিসায় ইউ.কে প্রেরণের জন্য মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন। চুক্তির শর্ত মোতাবেক ২০২৩ সালের ১৮ জানুয়ারী সিলেট নগরীর শিবগঞ্জস্থ রংধনু-৩০/ডি লাকড়ীপাড়া বাসায় তার ভাই শিপু আহমেদ ও অপু আহমেদের নিকট ভিসা প্রসেসিং ফি বাবদ নগদ ৫ লক্ষ টাকা, বাদী ও তার স্ত্রীর নামীয় বাংলাদেশী পাসপোর্ট এবং তার স্ত্রীর ওঊখঞঝ সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করেন। এর পর খন্দকার সামছ উরফে রোয়েদ আহমদসহ তার ভাই মিলে বিভিন্ন তারিখ ও সময়ে বাদি মুরাদ হোসেন চৌধুরীর কাছ থেকে এ বিষয়ে সর্বমোট ৩৪ লাখ টাকা হাতিয়ে নেন। প্রতারক খন্দকার সামছ উরফে রোয়েদ আহমদ এর পর মুরাদ হোসেন চৌধুরীকে মাত্র ৪ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। পরে খন্দকার সামছ উরফে রোয়েদ আহমদ বাকী ২৯ লাখ ৫০ হাজার টাকা প্রদানে টালবাহনা করতে থাকেন। ফলে আসামীগণ প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অপরাধ করেন। এ ঘটনায় মুরাদ হোসেন চৌধুরী বাদি হয়ে খন্দকার সামছ উরফে রোয়েদ আহমদ, তার সহোদর ভাই মাইদুল ইসলাম ছবুল, শিপু আহমেদ ও অপু আহমেদকে আসামী করে সিলেট আমল গ্রহণকারী আদালতে শাহপরাণ সি.আর মামলা নং- ৪৭/২০২৫ইং দায়ের করেন। শাহপরাণ (র.) থানার মামলার নং-২৮ (২৯-০১-২০২৫ইং) ও জিআর-২৮/২০২৫ইং।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরাণ থানার এসআই আবুল হোসেন জানান- উক্ত মামলার প্রেক্ষিতে একদল পুলিশ বুধবার রাত ১২ টার দিকে নগরীর শাহজালাল উপশহর ১নং রোডের এইচ বøকের ২৪৫ নম্বর বাসায় অভিযান চালিয়ে আসামী মাইদুল ইসলাম ছবুল এবং তার ভাই শিপু আহমেদকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে শাহপরাণ (র.) থানার অফিসার ইনজার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন- গ্রেফতারকৃতদেরকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।