হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী গ্রামে সংঘর্ষে প্রবাসী নিহতের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে, পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র-সস্ত্র।
পুলিশের অভিযানে আটককৃতরা হচ্ছেন- হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী গ্রামে গাজিউর রহমান (৩৪), সিজিল মিয়া (৩৫), সালা উদ্দিন (৩০), আমির উদ্দিন (৩২), হাবিবুর রহমান (৪৫) ও ইদু মিয়া (৫৫)।
জানা যায়, গত বুধবার দুপুরে ওই গ্রামের দুই গুষ্টির লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এতে সৌদি আরব প্রবাসী কাজী দিপু মিয়া নিহত হন। তিনি ঘটনার কয়েক দিন আগে বাড়িতে আসেন। সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের অন্তত ৩০জন। এ সময় অনেক বাড়িঘর ভাংচুর ও লুট হয়। আহতদেরকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে গত শুক্রবার নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সদর থানার (ওসি) আলমগীর কবির জানান, বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। গত শুক্রবার নবাগত পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান কালনী গ্রামে গিয়ে সংঘর্ষের স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি নিহত কাজী দিপু মিয়ার বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। এছাড়া তিনি ভাংচুর ও লুট করা বাড়িঘর পরিদর্শন করে গ্রামবাসীকে হিংসাত্মক মনোভাব পরিহার করার আহŸান জানান।