সিলেটের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর অন্যতম খলিফা, উস্তাদুল উলামা হযরত আল্লামা আব্দুর রহমান বর্ণী রহ. এর ২৪তম ঈসালে সাওয়াব মাহফিল আগামী শনিবার (১ ফেব্রæয়ারি) অনুষ্ঠিত হবে। শনিবার (২৫ জানুয়ারি) বাদ মাগরিব মাহফিল সফলের লক্ষ্যে সিলেটের কেমুসাস সাহিত্য হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হবিবপুর-কেশবপুর ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো: আব্দুল হাকিম এর সভাপতিত্বে ও নকশী বাংলা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম জয়নাল এর উপস্থাপনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নোমান আহমদ, সিলেট সিটি কর্পোরেশন এর সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন, খাজা এয়ারলাইনস এর পরিচালক, বিশিষ্ট আলেম মাওলানা খাঁজা মঈন উদ্দিন আহমদ জালালাবাদী, হাজী নওয়াব আলী জামে মসজিদের মুতাওয়াল্লী এম এ রব, মিয়ার বাজার ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ, মাসিক পরওয়ানা’র বিভাগীয় সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা কামরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মো: হোসেন আহমদ, মাওলানা ফাহিম আহমদ চৌধুরী, সাংবাদিক তাহের আহমদ প্রমুখ।
এছাড়াও আল্লামা আব্দুর রহমান বর্ণী রহ এর মুরিদীন মুহিব্বীনবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, আল্লামা আব্দুর রহমান বর্ণী রহ সিলেটের একজন বড় বুজুর্গ ছিলেন, ইসলামের অনেক খেদমত করেছেন তাঁকে স্মরণ করা এবং তার ঈসালে সাওয়াব মাহফিল সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন।
মতবিনিময় সভায় আল্লামা আব্দুর রহমান বর্ণী রহ. এর ছাহেবজাদা মাওলানা এম এ আলিম সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণকে মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। বিজ্ঞপ্তি