স্টাফ রিপোর্টার :
সাফওয়ানের জাদুকরী শটে প্রথম ম্যাচেই জয় দিয়ে যাত্রা শুরু করলো মালয়েশিয়া। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে মালয়েশিয়ার কাছে হার মানে স্বাগতিক বাংলাদেশ।
খেলার শুরুতেই বাংলাদেশ দলকে চেপে বসে মালয়েশিয়া। নির্ভুল ছোট ছোট পাসে, খেলার ছন্দে ফিরে একাধিক আক্রমণে যায় ইসমাইল হোসেনের ছাত্ররা। প্রথমার্ধে ভালো সুযোগ পেয়েও গোল করতে পারেনি বাংলাদেশ। বিপুল দর্শকের সামনে ব্যর্থ ঘাম ঝরিয়ে ০-০ সমতায় প্রথমার্ধ শেষ হয়।
বিরতির পর মারয়েশিয়া দল আবারও চেপে ধরে ডি ক্রইফের ছাত্রদের। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটের মাথায় সাফওয়ান তার বাঁ পায়ের জাদুকরী আচমকা শটে দলকে এগিয়ে নিয়ে যান। গোলকিপার রাসেলকে ফাঁকি দিয়ে মালয়েশিয়ার বল বাংলাদেশের জালে ঢুকে পড়ে। ১-০ গোলে লিড নেয় মালয়েশিয়া। গোল খেয়ে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল। ৫৭ মিনিটে বাংলাদেশের দলনায়ক দুর্বল শট নেন। শটটি মালয়েশিয়ার গোল পোস্টের বাইরে চলে যায়। এরপর ৬৩ মিনিটে এমিলি একটি জোরালো শট খেলেন, কিন্তু মালয়েশিয়ার গোলকিপার ফারহান দারুণভাবে বল নিজের নিয়ন্ত্রণে নেন। বাকি সময়টা গোল শোধে নষ্ট করেছে বাংলাদেশ। বাংলাদেশের সমর্থকরা অন্তত একটা ড্র আশা করেছিলেন। সেটাও হল না। ১-০ গোলে পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
বাংলাদেশ দলের হয়ে শুরুর একাদশে মাঠে নামেন রাসেল, রায়হান, ইয়াসিন, মিশু, জামাল, জাহিদ, মামুনুল, এমিলি, হেমন্ত, ইয়ামিন ও সোহেল রানা।
খেলার আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। বাউল করিমের গান দিয়ে শুরু করা হয়। তারপর মনিপুরী নাচ। পরে কণ্ঠশিল্পি শুভ্র দেব গোল গোল গানটি গেয়ে দর্শক মাতান। মিলা নাচে-গানে দর্শকদের চাঙা করেন।