শান্তিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

5

শান্তিগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বসতঘরের বাঁশের তীরের সাথে গলায় ফাঁস লাগানো এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্বশুরবাড়ির লোকজন এটি আত্মহত্যা দাবি করলেও বাবার বাড়ির পক্ষ থেকে বলা হচ্ছে এটি হত্যাকাÐ। এ নিয়ে সৃষ্টি হয়ে রহস্য। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে শান্তিগঞ্জ থানা পুলিশ।
নিহত গৃহবধূ উপজেলার উত্তর গাজীনগর গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী রাজিয়া বেগম (২২)। এই ঘটনা নিহত গৃহবধূর মা ও ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে প্রাথমিকভাবে জিজ্ঞাবাদের জন্য তার স্বামী আজিজুল মিয়া ও শ্বশুর আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত মধ্যরাতের যেকোনো একসময় বসতঘরের বাঁশের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগান ওই গৃহবধূ। এরপর তার স্বামী আজিজুল মিয়া ঘটনাস্থলে এসে গলা থেকে ফাঁসির রশি খুলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর লাশ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী ও শ্বশুরকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।