জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধীয় ভ‚মিতে পাকা দেয়াল নির্মাণ করতে গেলে থানা পুলিশের বাধায় কাজ বন্ধ করা হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর মৌজার জে এল নং-২১৯, আরএস খতিয়ান নং-৪৮৪, আরএস দাগ নং-৫৮৪৫ ও ৫৮৪৬ এ এক একর ৩০ শতক ভ‚মির মালিক নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের বাসিন্দা সাংবাদিক আহমদ আবুল কালাম গংরা। উক্ত ভ‚মিতে মধ্য সমত গ্রামের ছাইম উল্লার কন্যা সাহেদা খাতুন গংরা জোরেবলে মাটি ভরাট করে পাকা দেয়াল নির্মাণ করতে গেলে সাংবাদিক আহমদ আবুল কালাম গংরা বাধা দেন। প্রতিপক্ষ বাধা না মেনে নির্মাণ কাজ করতে মরিয়া হয়ে উঠে।
এক পর্যায়ে সাংবাদিক আহমদ আবুল কালাম বাদী হয়ে সুনামগঞ্জের সহকারী জজ আদালতে সাহেদা খাতুন সহ ৫ জনকে বিবাদী করে একটি স্বত্ব মোকদ্দমা দায়ের করেন। যার নং ২৯/২৪। গত ৭/৩/২৪ ইং তারিখে বাদী পক্ষের অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ৫নং বিবাদী সাহেদা খাতুনের বিরুদ্ধে উক্ত ভ‚মিতে ১০ দিনের কারণ দর্শানোর নোটিশ ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আরোপ করেন।
এর মধ্যে গত ২০ জানুয়ারি আদালতের নিষেধাজ্ঞা উপক্ষো করে উক্ত ভ‚মিতে বিবাদী সাহেদা খাতুনের ভাড়াটিয়া স্থানীয় দিঘিরপাড় গ্রামের ইসমাইল উল্লার ছেলে সিরাজ উদ্দিন সহ তার লোকজন পাকা দেয়াল নির্মাণ কাজ করতে গেলে সাংবাদিক আহমদ আবুল কালাম জগন্নাথপুর থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের আলোকে জগন্নাথপুর থানা পুলিশ কাজ বন্ধ করেন।