বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথের ঐতিহ্যবাহী পীরের বাজারে শনিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপি মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। এলাকার দেশীয় মাছ দেখতে হলে এ মাছ মেলায় যেতে হয়। তাই অনেকেই এ মেলায় অংশ নিয়ে থাকেন। কারণ এখানে বোয়াল, আইড়, পাবদা, রুই, কাতল, চিতল, বাউস, টাকি, পুটি, মাগুরসহ শতাধিক প্রজাতির মাছ বিক্রেতারা নিয়ে আসেন।
এ বছরের পৌষ সংক্রান্তি গেল ১৪ জানুয়ারি ছিলো। এ উপলক্ষে এদিনই পুরো মেলা জমে ওঠে। এর পূর্ব ও পরে আরো দুদিন মেলা চলে। তবে এ মেলায় হাজার লোক সমাগম হয় পৌষ সংক্রান্তির দিন। এতে মিলনমেলায় পরিণত হয়। এ যেন এক প্রাণের উৎসব। কয়েক বছরের অধিক পুরনো বিশেষত্ব হল এই মাছের মেলা।
মেলায় সিলেট ছাড়াও মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার লোকজনকে আসতে দেখা যায়।
মেলায় আলাপকালে বিক্রেতা সুজন মিয়া বলেন, এবার বড় আকারের দুইটি বোয়াল মাছ নিয়ে এসেছি। এগুলোর মূল্য হাকছি ৪৫ হাজার টাকা। আব্দুস আলী জানান, হাওর থেকে জীবিত বোয়াল ও আইড় মাছ এনেছি। বিক্রির জন্য বসে আছি। ক্রেতারা এসে দাম জেনে নিচ্ছেন।
কাজল মিয়া বলেন, রুই মাছ নিয়ে এসে ৩৫ হাজার টাকা মূল্য চেয়েছি। রাজন বললেন, জীবিত আইড় মাছ নিয়ে এসেছি বিক্রির জন্য। এমনভাবে শত শত বিক্রেতা মাছ নিয়ে এসেছেন এ মেলায়। মাছের মেলা উপলক্ষে কৃষিজাত পণ্য, শিশু-কিশোরদের খেলনা, দেশীয় ফার্নিচার, তৈজসপত্র, সবজি ও ফল, শীতকালীন পোশাক, মিষ্টান্নসহ সহস্রাধিক স্টল নিয়ে জমে ওঠে। মেলায় এবার বাঘাইর, রুই, কাতলা, ঘাগট, বোয়াল, চিতল, কারফু, কালবাউস, ঘাসকার্পসহ নানা জাতের মাছ এসেছে। আর চিংড়ি, পুটি, কই, চিতল, চাপিলাসহ ইত্যাদি দেশীয় মাছের প্রদর্শনী ছিল লক্ষণীয়।
মাছ ব্যবসায়ী কদর আলী ২০ কেজি ওজনের বোয়াল মাছ নিয়ে এসেছেন। এ মাছের মেলা উপলক্ষে স্টলে ছিল শিশু-কিশোরদের উপচে পড়া ভিড়। মেলায় শিশুদের বিনোদনের ছিল নানা আয়োজন।
দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান বলেন, এই মেলার সুবাদে আত্মীয় স্বজনরা আসেন। প্রতিটি বাড়িতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এটা একটা ঐতিহ্যে পরিনত হয়েছে।
কমিটি জানায়, গেল কয়েক বছর ধরে চলে আসা এ মেলাটি এলাকার সাধারণ মানুষের একটি প্রাণের উৎসব। আবার কবে আসবে মেলাটি এ প্রত্যাশাই থাকে সবার।