২৪ অক্টোবর শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

8

স্পোর্টস ডেস্ক :
সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ অক্টোবর শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। তার আগে ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাবে টাইগাররা। এই সিরিজের সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। তবে, সিরিজে ৩টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। বুধবার এক সভা শেষে সাংবাদিকদের শ্রীলঙ্কা সফর নিয়ে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
আকরাম খান বলেছেন, ‘আমরা সেপ্টেম্বরের শুরুতে সব কোচকে দেশে আনার চেষ্টা করব। সেপ্টেম্বরের মাঝামাঝি দেশে অনুশীলন ক্যাম্প হবে। এখানে ১০-১২ দিনের ক্যাম্প করে আমরা শ্রীলঙ্কায় চলে যাব। জাতীয় দলের সঙ্গে এইচপি দলও শ্রীলঙ্কায় যাবে। সেখানে জাতীয় দল ও এইচপি দল এক সঙ্গে ২০-২৫ দিনের অনুশীলন ক্যাম্প করব। ২৪ অক্টোবর আমাদের খেলা আছে।’
তিনি আরো বলেন, ‘আমরা দুই-তিন দফায় সফরের সব খেলোয়াড়-কর্মকর্তার করোনা টেস্ট করাব। এটা নিয়ে আমাদের আরো পরিকল্পনা আছে। পরবর্তীতে আপনাদের সব জানিয়ে দেব। শ্রীলঙ্কা যাওয়ার ৭২ ঘণ্টা আগে একটা পরীক্ষা করাতে হবে। সেখানে গিয়েও করোনা পরীক্ষা করাতে হবে।’
জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার জানান, ‘সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দল ঘোষণা করা হবে। এখন ক্রিকেটার আনা নেওয়া করা সহজ নয়। তাই একটু বেশি সংখ্যক ক্রিকেটার নিয়ে যেতে হবে আমাদের। জাতীয় দলের খেলোয়াড় সংখ্যা ১৫ জনের বেশিই হবে। এইচপির ২৬ জনের দল আছে। চোট না থাকলে ওদের পুরো দলটাই যাবে।’
গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে, করোনার কারণে তা স্থগিত হয়ে যায়। এদিকে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ ও অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়েছে। যার কারণে সেপ্টেম্বর-অক্টোবর সময়কেই সিরিজ আয়োজনের জন্য বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।