ছানুর ফাঁসির দাবিতে উত্তাল গোলাপগঞ্জের বাঘা ॥ ৩ দিনের রিমান্ডে ছানু, ঢাকায় পাঠানো হচ্ছে জাহেদকে

33
গোলাপগঞ্জে জাহেদের উপর নির্যাতনের ঘটনায় ছানুর ফাঁসির দাবিতে বাঘাবাসীর মানববন্ধন।

সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে :
ছানুর ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠছে গোলাপগঞ্জের বাঘা। গতকাল বৃহস্পতিবার ঘটনার মূল হোতা রাইয়ুব আলী ছানুকে সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাকন দে’র আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবারও বিকাল ৫টায় উপজেলার বাঘা পরগনা বাজারে মানববন্ধন কর্মসূচী পালন করে স্থানীয় গ্রামবাসী। গোলাপগঞ্জের বাঘার জাহেদকে নির্যাতনের ঘটনায় উন্ডি চোরাকারবারি ছানুর ফাঁসি ও সহযোগীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বাঘাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাঘা ইউপির সাবেক চেয়ারম্যান আলতাব হোসেনের সভাপতিত্বে ও বাঘা ইউপির সাবেক মেম্বার আব্দুল কাদির সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী এমজি মস্তফা, বাঘা আ’লীগ নেতা কামরান আহমদ, জামাল আহমদ, জাকির হোসেন, দুলু মিয়া, ছাদ উদ্দিন, হাবিবুর রহমান ও নুরুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে হাজারো মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে পরবর্তী প্রতিবাদ সভার ঘোষণা দেওয়া হয়। আগামী শনিবার দুপুরে গোলাপগঞ্জ চৌমুহনীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। অপরদিকে আহত বাঘা দৌলতপুর গ্রামের বাছই মিয়ার পুত্র জাহেদের অবস্থার অবনতি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠনোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জাহেদের চাচা আব্দুর রকিব জানান। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাপগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) দেলোয়ার হোসেনের সাথে আলাপ করা হলে তিনি বলেন,আদালতে তার ৭দিনের রিমান্ড চাইলে ৩দিনের মঞ্জুর করেন।