জকিগঞ্জ সংবাদদাতা
জকিগঞ্জে মোটরসাইকেল ও ঠেলাগাড়ির সংঘর্ষে নাসির আহমদ নামের এক জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার জকিগঞ্জ-সিলেট সড়কের কলাকুটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির আহমদ (৩৩) মানিকপুর ইউপির কলাকুটা গ্রামের সাখাওয়াত আলীর ছেলে। আহতরা হলেন- মোটরসাইকেল আরোহী সোনাসার গ্রামের আব্দুর রহিম (১৭) ও হাসিতলা গ্রামের সাফি আহমদ (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে নাসির ঠেলাগাড়ি নিয়ে কলাকুটা বাংলা বাড়ি রাস্তা সংলগ্ন জকিগঞ্জ-সিলেট সড়ক থেকে লাকড়ি নিতে যায়। এ সময় কালিগঞ্জ বাজারগামী একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনিসহ মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম ও সাফি আহমদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিগঞ্জ বাজারের ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন ও নাসিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথে নাসির মারা যান।
জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, ঠেলাগাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক আহত হন। এরমধ্যে নাসির আহমদ ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।