জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সিলেটে উদযাপিত

3

 

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা জাসাসের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং রায়হান এইচ খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহŸায়ক জয়নাল আহমেদ রানু, যুগ্ম আহŸায়ক জহির চৌধুরী, আব্দুল করিম চৌধুরী, সি এম আরিফ আব্দুল্লাহ, সাইদ মেহদী সাদী, জাবেদ কাদির কালাম আহমেদ, রাজন খান, এফ কে ফয়সল, অলক কর, দেলোয়ার হোসেন শিপলু, হাসনাত, সদর উপজেলা জাসাসের আহŸায়ক হেলাল মিয়া, কানাইঘাট উপজেলা জাসাসের সদস্য সচিব কলিম উল্লাহ, সাজন আহমেদ এমদাদ, সুদীপ্ত প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর জাসাসের সাবেক প্রতিষ্ঠাতা আহŸায়ক অধ্যাপিকা সামিয়া চৌধুরী, বিএনপি নেতা সালেহ আহমদ খসরু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, মহানগর বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ, সাবেক ছাত্রদল নেতা আবু জাফর রাসেল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাশরুর রাসেলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জাসাস শুধু একটি সংগঠন নয়, এটি জাতির সাংস্কৃতিক আন্দোলনের প্রতীক। দেশকে সুস্থ সংস্কৃতির পথে এগিয়ে নিতে জাসাস তার জন্মলগ্ন থেকেই নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের তরুণ প্রজন্মকে এই সাংস্কৃতিক আন্দোলনে আরও সম্পৃক্ত করতে হবে, কারণ তারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাসাস সবসময়ই দেশের সার্বভৌমত্ব রক্ষা, সত্যের পক্ষে অবস্থান এবং সুস্থ সংস্কৃতি চর্চার জন্য কাজ করছে। সাংস্কৃতিক অঙ্গনে মেধা ও সততার ভিত্তিতে কাজ করার মাধ্যমে আমরা একটি শক্তিশালী জাতি গড়ে তুলতে পারব। জাসাস আজ ৪৬ বছর ধরে মানুষের মননশীলতা এবং সংস্কৃতির বিকাশে কাজ করে চলেছে। এ পথচলা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ দলের কার্যক্রম আরও সুসংহত করার বিষয়ে মতামত প্রদান করেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে জাসাস সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী এবং সংগঠনের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ জাসাসের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন এবং দেশের সাংস্কৃতিক আন্দোলনে আরও বড় ভ‚মিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি