ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা প্রশাসন ও ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্য হীন বাংলাদেশ আমাদের সবার এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার সাজেদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, ছাতক প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোশাহিদ আলী, ইউপি সদস্য ও ব্রাক মাইগ্রেশন কমিটির সভাপতি অজিত কুমার দাস।
এসময় ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়, জয়দেব চন্দ্র দেবনাথ, সার্টিফিকেট সহকারী কমলেশ চক্রবর্তী অপু উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে বলেন, প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্য ও মানব উন্নয়নে মানুষের কল্যাণে বেসরকারি সংস্থা ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে যেসব কাজ করছে তা অত্যান্ত ভালো উদ্যোগ। পাশাপাশি প্রশিক্ষন, বৃক্ষ রোপণ ও স্বাস্থ্যসেবায় কাজ করতে হবে। তবেই নিরাপদ অভিবাসন, পূণ একত্রি করন ও বিদেশ ফেরত পূনর্ভাসনের লক্ষ্য পূরণ হবে।