জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের মহান বিজয় দিবস উদযাপন

3

 

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে কোম্পানীর প্রধান কার্যালয়ে ভোর সাড়ে ছয়টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান। জাতীয় পতাকা উত্তোলন শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয় এবং সকাল সাড়ে সাতটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় কোম্পানীর মহাব্যবস্থাপকবৃন্দ, উপমহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সিবিএ নেতৃবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সকাল ১০টায় জালালাবাদ গ্যাস-এর রায়নগরস্থ স্টাফ কোয়ার্টারে কোম্পানীর বিদ্যা নিকেতন-এ ছাত্র-ছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে বিকাল ২ টা ৩০ মিনিট হতে জালালাবাদ গ্যাসের নিজস্ব অডিটোরিয়ামে কোম্পানীতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ছেলে মেয়েদের জন্য চিত্রাংকন, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা এবং আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পিআরএল গমনকৃতদের সম্মাননা প্রদান, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি