স্টাফ রিপোর্টার
আজ বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে নামবে হাজারো মানুষের ঢল। এ জন্য সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিñিদ্র নিরাপত্তা। আজ সূর্যোদয়ের সাথে সাথে সিলেটের বিভিন্ন প্রশাসন ও রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন এবং সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধার পুষ্পস্তবক অর্পণ করা হবে। এর মাধ্যমে উদযাপন করা হবে মহান বিজয় দিবসকে। এছাড়া দিনভর সিলেটের জেলা প্রশাসকের পক্ষ থেকে ও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মহান বিজয় দিবসে সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘেœ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারে সেজন্য নিñিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের পক্ষ থেকে। লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিভিন্ন ইউনিট রাত থেকে শহীদ মিনার এলাকায় দায়িত্ব পালন করবে। এছাড়া দিনে ও রাতে শহীদ মিনার এলাকায় সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। ড্রোন ক্যামেরার মাধ্যমেও শহীদ মিনার এলাকায় পুলিশ নজরদারি রাখবে বলে জানান মোহাম্মদ সাইফুল ইসলাম।