মায়াবী মুখ

43

ফাতেমাতুয যাহরা স্মৃতি

রোজ ভোরে জানালা খুলে
মুগ্ধ আমার আঁখি
মধুর সুরে গায় যে গান
হরেক রকম পাখি।

ঘ্রাণ ছড়িয়ে বাতাসে দোলে
রঙিন রঙিন ফুল
রূপে গুণে অনন্য তারা
নেই যে কোন তুল।

আকাশ জুড়ে হাজার তারার মেলা
আলো ঝিলমিল
রূপসী চাঁদের রূপালী আলো
অপূর্ব নিখিল।

অপরূপ সুন্দর এই ধরা
অবাক মুগ্ধ চোখ
সব’চে সুন্দর সবার সেরা
মায়ের মায়াবী মুখ।