ভুয়া ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতকারী বিশ্বনাথে দুই ভাই জেলে

9

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথ থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলার গ্রেফতারি পরোয়ানা জারির পলাতক প্রধানমন্ত্রীকে কটুক্তিকারী সেই দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে, উপজেলার মীরগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে আতিকুর রহমান (৩০) ও মুজিবুর রহমান (২৫)। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার জিআর নং ৭৪/১৮। গতকাল সোমবার (২ ডিসেম্বর) ভোররাতে গ্রেফতারের পর বিকেলে আদালতের মাধ্যমে তাদের দু’জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য মীরগাঁওয়ের বাসিন্দা আবুল কালামের নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়। এরপর মাঝে মধ্যে ওই আইডি থেকে আবুল কালামসহ আওয়ামী লীগ দলীয় নেতাদের ছবি বিকৃত করে টাইম লাইনে পোস্ট দেওয়া হয়। ২০১৮ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছবি বিকৃত করে মানহানীকর ষ্ট্যাটাস ও অশ্লীল ছবি পোস্ট করা হয়। এরপর গত ৫ এপ্রিল ঢাকার সুপ্রিম কোর্ট’র সাইবার ট্রাইব্যুনালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ (সংশোধিত-১৩) এর ৫৭ ধারায় এ মামলাটি দায়ের করেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম (সাইবার ট্রাইব্যুনাল পিটিশন নং ৪৬/১৮ইং)। ফলে ১৩ এপ্রিল শুক্রবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল’র বিচারক মো: সাইফুল ইসলামের নির্দেশে ৫৭ ধারায় এ মামলাটি বিশ্বনাথ থানায় এফআইআর করা হয় (মামলা নং ৯)। পরবর্তিতে ওই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে দীর্ঘদিন পালিয়ে থাকার পর সোমবার তাদের গ্রেফতার করেন থানা পুলিশের এসআই মিজানুর রহমান।
বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, গ্রেফতারের পর তাদের দু’জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।