ছাতকের হত্যার মামলার আসামী চাঁদপুর থেকে গ্রেপ্তার

1

ছাতক প্রতিনিধি

ছাতকের আলোচিত হত্যা মামলার আসামীকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ছাতকের আরিফ হত্যার মামলার পলাতক আসামী সাদেক মিয়াকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁত্ত গ্রামেব কদ্দুছ মিয়ার পুত্র সাদেক মিয়া (৩০)। জানাযায়, ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রামের আরিফ উদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যা মামলার এজহারভুক্ত আসামী সাদেক মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ছাতকের হত্যা মামলার পলাতক আসামী সাদেক মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই আব্দুস সাত্তার এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যা মামলার ১৪জন আসামীর মধ্যে ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।