রবিবার ১ ডিসেম্বর সকাল ১০ টায় সিলেট নগরীর সারদা হলে নবম শ্রেণির ছাত্রের অভিভাবক প্রিন্সিপাল মো. জিল্লুর রহমান এর সভাপতিত্বে ও অভিভাবক মো. রফিকুর রহমান টিটুর পরিচালনায় সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রভাতি ও দিবা শাখার ২০২৫-২০২৬ সেশনের অভিভাবক ফোরাম গঠনের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সকল অভিভাবকদের মতামতের ভিত্তিতে প্রিন্সিপাল মো. জিল্লুর রহমানকে সভাপতি ও রফিকুর রহমান টিটুকে সাধারণ সম্পাদক (সেক্রেটারী) করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় অভিভাবকগণ বিদ্যালয়ের সুষ্ঠু লেখাপড়া ও মানোন্নয়নের অভিমত প্রকাশ করেন।
সভায় বক্তব্য রাখেন- মোঃ ইউসুফ বক্ত, মোঃ মাসহুদুল হুদা খান, আব্দুল কাইয়ুম পিনু, শামীম আহমদ চৌধুরী, গোলাম রসুল সেবুল, শারমীন সুলতানা, সৈয়দ লিসান, প্রকৌশলী নিতাই পাল, মোঃ রফিকুল ইসলাম, কামাল আহমদ, সালমা আক্তারধ, হেলী দেব প্রমুখ। বিজ্ঞপ্তি