পঁচা ছোলা বিক্রির জন্য সংরক্ষণ, যৌথ বাহিনীর হাতে ধরা

4

 

হবিগঞ্জ সংবাদদাতা

রমজানে বাজার স্থিতিশীল ও ভেজালমুক্ত রাখতে হবিগঞ্জ শহরে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে চৌধুরীবাজারের কিবরিয়ামুখ এলাকায় মেসার্স বাদল দেবের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২১ বস্তাভর্তি এক হাজার কেজি পঁচা ছোলা জব্দ করা হয়।
শুক্রবার (২৮ ফেব্রæয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকায় জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনী এ অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌধুরী বাজার এলাকায় বাদল রায়ের গোদামে অভিযান করা হয়। এসময় গোদামে পঁচা এক হাজার কেজি ছোলা পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে নদীতে ফেলে ধ্বংস করা হয়। এসময় দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে আসন্ন রমজান মাসে ভালো ছোলার সাথে এসব পঁচা ছোলা মিশিয়ে বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছিল। অভিযানকালে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।