নাগরী ভাষার পুঁথি পাঠক দিদারুল আলমের ইন্তেকাল

1

সিলেটের প্রাচীন নাগরী ভাষা বিশেষজ্ঞ এবং নাগরী ভাষার পুঁথি পাঠক দিদারুল আলম চৌধুরী (রাহেল চৌধুরী) আর নেই। বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দিদারুল আলম চৌধুরী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভাটাউছি গ্রামের বাসিন্দা।
বৃহষ্পতিবার দুপুরে শাহবাজপুর ইউনিয়নের ভাটাউছি ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে দিদারুল আলম চৌধুরীর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৪ সন্তানের জনক। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী সিলেটের প্রখ্যাত সৈয়দ পরিবারের সন্তান। মরহুম দিদারুল আলম চৌধুরীর পূর্বপুরুষ প্রাচীন পারস্য রাজ্যের খোরাসান এলাকা থেকে ইসলাম প্রচারের জন্যে আমাদের বাংলায় আগমন করেন। বিজ্ঞপ্তি