ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গাড়ীতে অগ্নিসংযোগের মধ্য দিয়ে হরতাল পালিত

35

shahin--pic-H---14--01-15--1স্টাফ রিপোর্টার :
ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, গাড়ীতে অগ্নিসংযোগ ও ভাংচুরের মধ্য দিয়ে ইসলামী ছাত্রশিবির-ছাত্রদলের ডাকে সিলেটে সকাল সন্ধ্যে হরতাল পালিত হয়েছে। ছাত্রশিবির-ছাত্রদলের ডাকা হরতালের নামে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ছিল সিলেটের পুলিশ প্রশাসন। এজন্য মঙ্গলবার রাত থেকেই পুলিশ নগরীতে ঝটিকা অভিযান অব্যাহত রেখেছে হরতাল আহবানকারীদের বিরুদ্ধে। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছে চেকপোষ্ট। নগরীতে পুলিশের পাশাপাশি বিজিবির টহল অব্যাহত রয়েছে।
গতকাল বুধবার হরতালের শুরুতে সকাল সোয়া ৮টায় বন্দরবাজারে পুলিশকে লক্ষ্য করে অন্তত ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায় ছাত্রদল কর্মীরা। সকাল ৯টার দিকে চৌকিদেখি এলাকায় শিবির নেতাকর্মীরা দুটি সিএনজি-অটোরিক্সা ভাংচুর করে। সকাল ১০টার দিকে তালতলা এলাকায় একটি সিএনজি অটোরিক্সায় আগুন দেয় পিকেটাররা। বেলা সাড়ে ১১টার দিকে দর্শনদেউরী এলাকায় দু’টি সিএনজি অটোরিক্সা ও ১টি ব্যাটারিচালিত টমটম গাড়ি ভাংচুর করেছে পিকেটাররা। রাত সাড়ে ৮টার দিকে নগরীর আলিয়া মাদ্রাসার সামনে দাড়িয়াপাড়া গলির সামনে ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থনকারীরা। এ সময় চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।