সাবেক কাউন্সিলর লিপনকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

11

স্টাফ রিপোর্টার

সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌফিক বক্স লিপনকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনার খবর পাওয়া গেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর সোমবার সন্ধ্যার পরে শারদীয় উৎসব উপলক্ষে সাবেক কাউন্সিলর তৌফিক বক্স লিপন তাঁর নিজস্ব উদ্যোগে ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন। বিতরণের এক পর্যায়ে সিলেট র‌্যাব-৯ এর একটি টিম তাকে গ্রেফতারের চেষ্টা করলে তিনি কৌশলে ঐ সময়ে স্থান ত্যাগ করেন।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন বলেন, সাবেক কাউন্সিলর তৌফিক বক্স লিপন বেশ কয়েকটি মামলার পলাতক আসামী। র‌্যাব- ৯ তাকে গ্রেফতারের জন্য সোমবার অভিযান পরিচালনা করেছে এবং তাকে গ্রেফতারের প্রচেষ্টা চলছে।
এসএমপি পুলিশের মুখপাত্র সাইফুল ইসলাম জানান, সাবেক কাউন্সিলর তৌফিক বক্স লিপনকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করেছে।
র‌্যাব-৯ এর এএসপি সোহেল অভিযানের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেননি। তিনি বলেন, তবে অনেকগুলো টিম আসামী গ্রেফতারের বিষয় কাজ করছে তবে যে কোন টিম গ্রেফতার অভিযান পরিচালনা করতে পারে।