সিলেটের রাজনৈতিক মামলায় ছাতকের দুই কৃষক আসামী

160

ছাতক প্রতিনিধি

সিলেটের রাজনৈতিক এক মামলায় সুনামগঞ্জের ছাতক উপজেলা দুই কৃষককে আসামী করা হয়েছে।
তারা হলো, উপজেলার ছৈলা আফজলাবাদ ইউপির ২নং ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের মৃত নসিব উল্লাহর ছেলে হাসান আলী (৫৫) এবং একই গ্রামের জমির আলীর ছেলে দিপু (২৫)।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে ২৫ আগস্ট সিলেট শাহ পরান (র.) থানায় মামলা দায়ের করা হয়। মামলার বাদী উপশহর এ বøকের মফিজুর রহমানের পুত্র আল আমিন রাজা। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজকে প্রধান আসামি করে ১১৭ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। জানাযায়, ৪ আগস্ট সিলেট উপশহর থেকে বন্দরবাজারমুখী ছাত্র-জনতার মিছিলে হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মামলায় ৪৮ ও ৪৯ নম্বর আসামি হাসান আলী ও দিপু।
আসামী হাসান ও দিপুর দাবি, রাজনৈতিক কোন দলের সঙ্গেই তাদের সম্পর্ক নেই।
তারা আরো জানান, তারা সিলেট যাওয়া তো দূরের কথা প্রয়োজন না হলে ছাতক শহরেও যান না।
সিলেট শাহ পরান (র.) থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমি থানায় নতুন এসেছি। এমামলার বিষয়ে আমি অবগত নই।