জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা

157

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীতে গ্রাম বাংলার জনপ্রিয় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
১৭ সেপ্টেম্বর সোমবার উপজেলার দিঘলবাক গ্রামের ফেরদৌস আলম চৌধুরীর উদ্যোগে স্থানীয় কুশিয়ারা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন উপজেলার ৮টি নৌকা অংশ গ্রহন করে। দিন ব্যাপী প্রতিযোগিতা শেষে ফাইনাল প্রতিযোগিতায় বাগাউড়া গ্রামের পংখীরাজকে হারিয়ে আলাগদি গ্রামের সোনার বাংলা বিজয়ী হয়। এ নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী। এছাড়া সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং হাজারো উৎসুক জনতা নদীর দুই পাড়ে অবস্থান নিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা (কেন্নাও দৌড়) উপভোগ করেন।
এদিকে-নৌকা বাইচ প্রতিযোগিতায় সোনার বাংলা নৌকা বিজয়ী হওয়ায় আলাগদি গ্রামবাসীদের মধ্যে আলাদা আনন্দ উৎসব চলছে।