নাশকতা সৃষ্টির মামলায় সুবিদবাজার থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা সিপার গ্রেফতার

6

স্টাফ রিপোর্টার

শেখ হাসিনা সরকার পতনের আগের দিন নগরীর নয়সাড়কে নাশকতা সৃষ্টির মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম সিপারকে (৪৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে নগরের সুবিধবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত নজরুল সুবিদবাজার এলাকার রফিক আহমদের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এসএসপি মো. মশিহুর রহমান সোহেল।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- শেখ হাসিনা সরকার পতনের আগের দিন ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেট মহানগরের নয়াসড়ক এলাকায় নাশকতা সৃষ্টির অভিযোগে বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন আইনে দায়েরকৃত মামলার আসামি এই নজরুল। মামলার ৪৩ নং আসামি তিনি। গ্রেফতারের পর নজরুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছ র‌্যাব।