ভারী বৃষ্টিপাতে সিলেটে বাড়ছে নদ-নদীর পানি

3

স্টাফ রিপোর্টার

সিলেটে সারাদেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। গত সোমবার ১৯ আগস্ট থেকে মঙ্গলবার ২০ আগস্ট দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। এছাড়াও বৃষ্টিপাত বাড়ায় সিলেটের নদ-নদীর পানি কিছুটা বেড়েছে।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থার কারণে বৃষ্টিপাত হচ্ছে। কাল বৃহস্পতিবার পর্যন্ত সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল মুঈদ বলেন, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টি হয়েছে ২০৮ মিলিমিটার। এটি দেশের মধ্যে সর্বোচ্চ।
এদিকে সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৃষ্টিপাত বাড়ায় সিলেটের নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। এর মধ্যে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। নদীর ওই পয়েন্টে মঙ্গলবার দুপুর ১২টার দিকে পানি বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ ছাড়া সুরমার পানিও বেড়েছে। তবে বিপৎসীমা অতিক্রম করেনি।