পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনের কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান

14

সিলেট বিভাগ গণদাবী ফোরাম প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি ও প্রাকৃতিক সম্পদের অফুরন্ত ভান্ডার সিলেট বিভাগের পরিবেশ ও বনজ সম্পদ রক্ষা এবং সংরক্ষণের লক্ষ্যে একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে সকল সংরক্ষিত বনাঞ্চলের উন্নয়ন, সম্প্রসারণ ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে।
সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে সম্প্রতি সিলেট সার্কিট হাউসে বন, পরিবেশ ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপির কাছে প্রদত্ত এক স্মারকলিপিতে এ দাবী জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, মুক্তিযোদ্ধা মানিক মিয়া, জেলা শাখার সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, বাংলা টিভির ব্যুরো প্রধান আবু তালেব মুরাদ, কয়েছ আহমদ সাগর প্রমুখ। এছাড়া সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি