সন্ত্রাস দুর্নীতি ও জুলুমের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে ———মাওলানা সিরাজী

22

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ১১ নং ওয়ার্ড শাখার এক দায়িত্বশীল সভা মোঃ বদরুল আলমের সভাপতিত্বে স্থানীয় একটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আরিফুল হক ইদ্রিস।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সিরাজী বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠার পর থেকে এ যাবৎ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতী কার্যক্রমকে জোরদার করতে হবে। তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও জুলুমের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।
পরে উপস্থিত দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ১১ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। দায়িত্বশীলরা হচ্ছেন-সভাপতি মোঃ বদরুল আলম, সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ হোসাইন, প্রচার সম্পাদক জামাল উদ্দিন সহ ১১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
এদিকে মাওলানা জাহাঙ্গীর আলমকে সভাপতি ও মাওলানা শিহাব আহমদকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ১৫ সদস্য বিশিষ্ট ১০ নং ওয়ার্ড কমিটি পুনর্গঠন করা হয়। বিজ্ঞপ্তি