শাবি শিক্ষার্থীদের সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

19

শাবি প্রতিনিধি

কোটা সংস্কারে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার সাড়ে পাঁচটার দিকে আন্দোলনকারী সহস্রাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। এর আগে বিকেল চারটা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করতে থাকে। প্রথমে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিলেও পরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এসে বিক্ষোভ করেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দালালি না রাজপথ, রাজপথ’, ‘একাত্তরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’ প্রভৃতি সেøাগান দেন। সড়ক অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, ঢাকা, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং কোটা সংস্কারের দাবিতে তারা রাজপথে নেমেছেন। দাবি আদায় না হওয়ায় পর্যন্ত শান্তিপূর্ণভাবে তারা কর্মসূচি পালন করে যাবেন। কিন্তু কেউ যদি তাদের ওপর হামলা করে তাহলে এর জবাব দেওয়া হবে।