ধোপাগুলে সোয়া ৩ লাখ টাকার চোরাই চিনি জব্দ

1

স্টাফ রিপোর্টার

শহরতলীর ধোপাগুল এলাকা থেকে আরো ৩ লাখ ১৬ হাজার ৮শ’ টাকা দামের ৫৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এসময় পুলিশ চিনি বহনকাজে ব্যবহৃত ২টি ডিআই পিকআপ ও এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৩ টার দিকে নানাবুড়া গেইট সংলগ্ন কেওয়াছড়া চা-বাগানের পার্শ্বে সিলেট টু কোম্পানীগঞ্জগামী সড়কে অভিযান চালিয়ে এ চিনিগুলো জব্দ করা হয়।
আটককৃতের নাম- মো. মুরাদ হাসান (১৯)। তিনি গোয়াইনঘাট থানার সালুটিক এলাকার সালুটিক বহর গ্রামের মো. জমির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ধোপাগুল সাকিনস্থ নানাবুড়া গেইট সংলগ্ন কেওয়াছড়া চা-বাগানের পার্শ্বে সিলেট টু কোম্পানীগঞ্জগামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে চোরাকারবারি মুরাদ হাসানকে আটক করে। এসময় তার হেফাজত হতে ৫৫ বস্তা ভারতীয় চিনি ও চিনি বহনকাজে ব্যবহৃত ২টি ডিআই পিকআপ গাড়ী উদ্ধার পূর্বক জব্দ করে পুলিশ। তখন ঘটনাস্থল হতে গোয়াইনঘাটের মো, দিদারুল আলম রাফিসহ অজ্ঞাতনামারা দৌঁড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং-১৪ (৯/০৭/২০২৪)। আটককৃত আসামীকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।