গণদাবী ফোরামের আলোচনা সভা ॥ ওসমানী হাসপাতালে রোগীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবী

40

সিলেট বিভাগ গণদাবী ফোরামের সাপ্তাহিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর ৬ নং সুরমা ম্যানশন ৩য় তলাস্থ ফোরামের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যানুপাতে প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মচারী, ঔষধপত্র, খাদ্য ও চিকিৎসা সামগ্রী সরবরাহ নিশ্চিত করা এবং সময়ের চাহিদার সাথে সিলেটবাসীর চিকিৎসার সুবিধার্থে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অবিলম্বে বহুতলা ভবন নির্মাণ করে হাসপাতালকে সম্প্রসারণ করার দাবী জানানো হয়।
আলোচ্য বিষয়ে সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা সভাপতি প্রাক্তন চেয়ারম্যান আইয়ুব আলী, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, সমাজসেবী শাহ শেরওয়ান মোহাম্মদ কামালী, শিক্ষক আব্দুল মালিক, দেওয়ান মসুদ রাজা চৌধুরী, মুক্তিযোদ্ধা মোঃ মানিক মিয়া, আবেদ আক্তার চৌধুরী, কন্ঠশিল্পী তুহিন আহমেদ, তামিম চৌধুরী আপন, কয়েছ আহমদ সাগর, এম.এ. পাশা, শওকত আলী, মাওলানা মতিউর রহমান চৌধুরী, শরিফুল হুদা চৌধুরী এডভোকেট, ওয়াহিদুর রহমান এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, মলয় চক্রবর্তী এডভোকেট, আব্দুল হাকিম, মো: আব্দুস সামাদ প্রমুখ। বিজ্ঞপ্তি