চুনারুঘাটে কুপিয়ে এক ব্যক্তিকে হত্যা

14

হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জের চুনারুঘাটে নারী দোকানির পাওনা টাকার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় গ্রামে বিচারে ওই ব্যক্তিকে অভিযুক্ত করার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম- আফরোজ মিয়া (৪৬)। তিনি গনকিরপাড় গ্রামের আব্দুল হামিদের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আফরোজ মিয়ার আরো তিন ভাই। তারা হলেন- আসকির মিয়া (৫০), তাজুল ইসলাম (৩৮) ও নাসির মিয়া (২৭)। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ৫ জুলাই শুক্রবার দুপুরে গনকিরপাড় গ্রামের রতন মিয়া স্থানীয় শিরিনা আক্তার নামে এক নারীর দোকান থেকে বাকিতে ২০০ টাকার সদাই কিনেন। পরদিন বিকেলে পাওনা টাকা চান দোকানদার শিরিনা আক্তার। ওই সময় টাকা পরিশোধ করতে অনীহা প্রকাশ করেন রতন মিয়া। এ নিয়ে শিরিনা ও রতনের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে শিরিনার দোকানে ভাঙচুর চালান রতন। এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আফরোজ মিয়ার ভাই তাজুল মিয়া। তিনি রতনকে চড়-থাপ্পড় দিয়ে শিরিনার টাকা পরিশোধ করতে বলেন। এসময় তাদের মধ্যেও বাকবিতন্ডা হয়। পরে শনিবার সন্ধ্যায় উভয়পক্ষের মুরুব্বিরা বিরোধ নিষ্পত্তি করেন এবং ২০০ টাকা দোকানদার শিরিনাকে দেয়ার সিদ্ধান্ত হয়।
এদিকে, তাজুল মিয়ার প্রতি ক্ষিপ্ত হয়ে শনিবার দিবাগত মধ্যরাতে তার ঘরে ঢিল ছুড়ে অভিযুক্ত রতনসহ তার লোকজন। এরপর বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে শুরু হয় সংঘর্ষ। একপর্যায়ে রতনদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন আফরোজ মিয়া। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।