মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

0

স্টাফ রিপোর্টার

নগরীতে ঝরছে অঝোরে বৃষ্টি। অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত নগরীর জনজীবন। সোমবার সকাল থেকে সিলেটে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। দুপুর গড়াতেই শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত। বিকেল সাড়ে ৫টায়ও বৃষ্টি যেন থামার কোনো লক্ষণ নেই। এ অবস্থায়ও কর্মমুখী মানুষজনের পথচলা থেমে নেই। পথচারীরা ছাতা নিয়ে, রেইনকোট পরে কর্মব্যস্ত থাকতে দেখা গেছে এবং রিকশাচালকসহ শ্রমজীবীরা ভিজে একাকার। রাস্তার পাশে সবজি বিক্রেতা ছাতা নিয়ে ব্যস্ত জীবিকার তাগিদে। মুষলধারে বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমেছে। ড্রেনের ময়লা পানি উপচে উঠেছে সড়কে। এতে পথচারীরা ভোগান্তিতে পড়েছেন। আর অতিবৃষ্টিতে সিলেটে তৃতীয় দফায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে এ অঞ্চলের মানুষের মনে। আর উজানের বৃষ্টিকে বিপৎসীমা ছুঁই ছুঁই। সুরমা, কুশিয়ারা নদীর পানিও বিপৎসীমার উপরে। অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত সিলেটের জনজীবন। মুষলধারে বৃষ্টির কারণে নগরের বিভিন্ন সড়কে পানি জমেছে। পথচারীরা পড়েছেন ভোগান্তিতে। তবে কর্মমুখী মানুষজনের পথচলা থেমে নেই।