বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ১১ জনের মৃত্যু

1

কাজির বাজার ডেস্ক

ভারি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে সেখানে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, দিল্লির বাসিন্দারা গত শুক্রবারের রেকর্ড-ব্রেকিং বৃষ্টিপাতের প্রভাব থেকে এখনও পুরোপুরি বের হতে না পারলেও তাদেরকে আরও বৃষ্টির জন্য প্রস্তুত হতে হচ্ছে। সেখানে বৃষ্টি আরও বাড়বে এবং কমপক্ষে আগামী দুদিন ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর।
শুক্রবার শহরটিতে ২২৮.১ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ১৯৩৬ সালের পর থেকে জুন মাসে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত। ভারি এই বর্ষণে বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণে ভেঙে পড়েছে দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদ। এতে ছাদের নিচে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় ও একজন নিহত হন।