কাজির বাজার ডেস্ক
সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রিয় নেতা ছফু আহমদের বাসায় হামলার ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে বলে জানা গেছে।
শুক্রবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য ছফু আহমদের বাসায় দুর্বৃত্তরা হামলা করে বলে জানা গেছে। তার বাসা নগরীর টিলাগড় এলাকার শাপলাবাগে।
এরআগে বৃহস্পতিবার মধ্যরাতে সিসিক কাইন্সলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের বাসায় হামলার ঘটনা ঘটে।
এদিকে, আজাদের বাসায় হামলার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিভিন্ন সময়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।
ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য ছফু আহমদ অভিযোগ করেন, শুক্রবার জুমার পর ৫০/৬০ জনের একটি দল দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা করে। হামলাকারীরা তার ঘরের জানালার গøাস ও বাসার সামনে থাকা গাড়ি ভাংচুর করে বলে অভিযোগ করেন ছফুর।
কাউন্সিলর আজাদের বাসায় হামলার জেরে তার অনুসারীরাই এ হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন ছফু। তবে ছফুর বাসায় হামলার আগেই পুলিশ তা প্রতিহত করেছে জানিয়ে শাহপরান থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, কাউন্সিলরের বাসায় হামলার ঘটনায় সকাল থেকেই টিলাগড় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশও সতর্ক অবস্থায় রয়েছে।
শাপলাবাগে সাবেক এক ছাত্রলীগ নেতার বাসায় কিছুসংখ্যক লোক জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়। ইন্দনীল বলেন, কাউন্সিল আজাদের বাসায় হামলার ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৪ জনকে আটক করেছে। বাকীদেরও আটকের চেষ্টা চলছে।