যে জাতি তাদের বীরদের সম্মান করে না সেই জাতি উন্নতি করতে পারে না —- মেজর জেনারেল নাঈম আশফাক

113

ছাতক থেকে সংবাদদদাতা :
মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনের ২৩টি বছর কেটেছে কারাগারে। রাজনৈতিক জীবন কেটেছিল বাঙালির অধিকার প্রতিষ্ঠা ও মুক্তির পথের খোঁজে। তিনি বলেন, যে জাতি তাদের বীরদের সম্মান করে না সেই জাতি উন্নতি করতে পারেনা। আমরা সেই জাতি প্রয়োজনে অস্ত্র হাতে শত্র“র মোকাবেলা করতে জানি। বাঙালি একমাত্র জাতি ভাষার জন্য সংগ্রাম করেছে। যার ফলে ২১শে ফেব্র্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে উদযাপন করা হয়। তিনি আরো বলেন, মহান স্বাধীনতা আমাদের গর্বের অন্যতম একটি নাম। চাকরির সুবাদে বিশ্বের ২৫টি দেশে ভ্রমণের সুযোগ হয়েছে। এতে যে দেশেই যাওয়া হয়েছে সে দেশের মানুষ আমাদের শ্রদ্ধা করেছে। মঙ্গলবার ছাতকের গোবিন্দগঞ্জস্থ ব্রিজ একাডেমি কতৃক আয়োজিত বার্ষীক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিক্ষাবিদ আইয়ুব করম আলীর সভাপতিত্বে একাডেমীর শিক্ষক মাহফুজুল হক ও সুব্রত তালকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান, একাডেমির ডাইরেক্টর আসকর আলী, সোহেল আহমদ। বক্তব্য রাখেন মুরব্বি ফারুক আহমদ, সাংবাদিক শামীম আহমদ তালুকদার, শান্তা ইসলাম। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন একাডেমির ৮ম শ্রেণীর ছাত্রী জুবায়দা তাছনিম নীলা। শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরি অভিভাবকদের জন্য শিশুর বিকাশে করণীয় ও বর্জনীয় পরামর্শমুলক লিফলেট এবং অ্যাটলাস অব বাংলাদেশ লিবারেশন ওয়ার ১৯৭১ নামক বই একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আইয়ুব করম আলীর হাতে তুলে দেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন একাডেমীর ছাত্র হুসাইন আহমদ সাজু ও গীতা পাঠ করেন ছাত্রী তালুকদার নিধি এবং জাতীয় সংগীত পরিবেশন করেন একাডেমির শিক্ষিকা অগ্রণী গোস্বামী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।