সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে :
গোলাপগঞ্জে মামলা জটিলতায় নষ্ট হচ্ছে অর্ধ কোটি টাকা মূল্যর যানবাহন। এসব যানবাহনের মধ্যে বেশিরভাগই মোটরসাইকেল। দীর্ঘদিন থেকে খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হওয়া এসব যানবাহনের ভবিষ্যৎ নির্ভর করছে আদালতের রায়ের উপর। ফলে উভয় সংকটে পড়েছেন যানবাহনের মালিক এবং পুলিশ কর্তৃপক্ষ। পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আটক করা এসব যানবাহনের মধ্যে রয়েছে মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজি অটোরিক্সা, বাস, ট্রাক, পিকআপভ্যান ও মাইক্রোবাস। জব্দ করা এসব গাড়ির বর্তমান বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা হবে। জব্দ করা এসব গাড়ি মামলার আলামত হিসেবে থানার পাশে অযতœ আর অবহেলায় পড়ে আছে বছরের পর বছর। রোদে আর বৃষ্টিতে ভিজে মরিচা ধরায় বেশীর ভাগ যানবাহনই ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। নষ্ট হয়ে যাচ্ছে ইঞ্জিন। শিপন আহমদ নামে সিলেটের আইনজীবী জানান, এটা দীর্ঘদিনের সমস্যা। শুধু মোটরসাইকেলই নয়, প্রাইভেট কার, সিএনজিসহ বিভিন্ন যানবাহন বছরের পর বছর অরক্ষিত অবস্থায় পড়ে আছে। মামলার দীর্ঘসূত্রিতায় অনেক ক্ষতি হচ্ছে রাষ্ট্রের। সুমন আহমদ নামে এক মোটরসাইকেল ইঞ্জিনিয়ার জানান, বছরের পর বছর মোটরসাইকেলসহ অন্য যানবাহন পড়ে থেকে এগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। নিলাম হলে অনেক যানবাহন ভাঙারির দোকানে লোহালক্কর হিসেবে বিক্রি হতে পারে। এ ব্যাপারে মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলীর সাথে আলাপ হলে তিনি বলেন, চুরি, ছিনতাই, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন মামলার আলামত হিসেবে এসব যানবাহন জব্দ করা হয়। মামলা জটিলতা শেষ হলে নিলামে যেতে পারে।