মাধবপুর ইটাখোলা রেলস্টেশন অগ্নিকাÐে পুড়ে ছাই

4

মাধবপুর সংবাদদাতা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট রেলসেকশনের ইটাখোলা পুরাতন রেলস্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে স্টেশন মাষ্টারের কক্ষটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার রাতে ইটাখোলা পুরাতন রেলস্টেশনে স্টেশন মাষ্টারের কক্ষে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে রেলষ্টেশনের দুটি কক্ষ আগুনে পুড়তে থাকে। স্থানীয়রা আগুনে পুড়া দৃশ্য দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের ধারনা রেলস্টেশনে আগুনের ঘটনার সঙ্গে মাদক চোরাকারবারীরা জড়িত। সন্ধ্যার পর পরিত্যক্ত রেলস্টেশনে মাদক চোরাকারবারীদের এখানে আড্ডা বসে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল জানান, ইটাখোল রেলস্টেশন দীর্ঘদিন ধরে মাদকসেবী ও চোরাকারবারীদের নিরাপদ আস্তানা হিসেবে গড়ে উঠেছে।
রেলস্টেশনের আগুনের ঘটনার সঙ্গে এ চক্রটি জড়িত থাকতে পারে। মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান, রাত সাড়ে ১০ টার দিকে ইটাখোলা পুরাতন রেলস্টেশনের পরিত্যক্ত টিনসেটের একটি ভবনে আগুনের ঘটনা ঘটে। আগুনে কাঠের তৈরি দুটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
মাধবপুর থানার এসআই তরিকুল ইসলাম জানান, রেলস্টেশনে কিভাবে আগুন লাগল ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। কেউ ঘটনার সঙ্গে জড়িত থাকলে সরকারি সম্পদ আগুনে পুড়িয়ে দেওয়ার অপরাধে তাকে আইনের আওতায় আনা হবে।