অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি লাক্কাতুরায় অগ্নিকান্ডে ব্যবসা-প্রতিষ্ঠান ও অটোরিকশা পুড়ে ছাই

3

স্টাফ রিপোর্টার
নগরীর লাক্কাতুরা এলাকায় অগ্নিকাÐে ৯টি ব্যবসা-প্রতিষ্ঠান ও ৪টি ‘সিএনজিচালিত অটোরিকশা’ পুড়ে ছাই হয়ে গেছে।
বজ্রপাত থেকে এ অগ্নিকাÐের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা বললেও ঠিক কী কারণে আগুন লেগেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় অর্ধ কোটি টাকার।
সোমবার ভোর ৬ টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের লাক্কাতুড়া এলাকায় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কাউন্টারের বিপরীত দিকের দোকানগুলোতে এই অগ্নিকাÐের ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর ৬ টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এরপর এই দোকানগুলোতে আগুন দেখতে পান তারা। এসময় আগুন পাশাপাশি থাকা ৯টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বলেন, অগ্নিকাÐের খবর পেয়ে আমরা গিয়ে আগুন নিভিয়েছি। কি কারণে অগ্নিকাÐ ঘটেছে সেটা তদন্তে বুঝা যাবে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, অগ্নিকাÐে বেশ কয়েকটি দোকানের মালামাল, ৪টি সিএনজিচালিত অটোরিকশা ভষ্মীভ‚ত হয়েছে। এতে আনুমানিক ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।