পুনাক-এর আয়োজনে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

12

মুরাদ হাসান, জৈন্তাপুর

সিলেটের জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সিলেট জেলার আয়োজনে সম্প্রতি জৈন্তাপুরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১০ই জুন) বেলা ১১টায় জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্হ মানুষের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সিলেট জেলা শাখার সভানেত্রী মোছা. শামীমা আক্তারের সভাপতিত্বে ও এডিশনাল পুলিশ সুপার সিলেট মাহফুজা আক্তার শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
এ সময় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, পুলিশ নারী কল্যান সমিতি সর্বদা আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সিলেট জেলা বৃষ্টিপ্রবন হওয়ায় ঘন ঘন বন্যায় আক্রান্ত হয়। তাছাড়া শুধু বন্যা নয় বরং সাইক্লোন, সামুদ্রিক জ্বলচ্ছাসের মত প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের নিকট ত্রাণ ও পূনর্বাসন সহায়তা দিতে সরকার খুবই তৎপর। সেই সাথে বাংলাদেশ পুলিশ মানুষের জননিরাপত্তা নিশ্চিতকরণ সহ দূর্যোগ দুঃসময়ে মানুষকে যেভাবে সেবা প্রদান করে আসছে তেমনি পুলিশের সহধর্মিণীরাও আর্তমানবতার সেবায় পুনাকের মাধ্যমে মানবিক কাজ করে যাচ্ছেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিমা আমিন, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) অলক শর্মা, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আল আমিন, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বেগম সহ পুনাক সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ সহ পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।