তানহিম আহমেদ
মেঘের ফাঁকে সূর্যটা নীল আকাশে
দেয় যে রোজ ভোরেই উঁকি
জেগে ওঠে সারাটি গাও আর ঘুম
ভেঙ্গে জাগে যে ছোট খুকি।
সবুজ ঘাসে শিশির কণা জমে যায়
মোছে ফের নদীর কলতানে
কৃষক ছোটে কাস্তে হাতে এক ব্যস্ত
দীর্ঘ শ্রান্ত দিনের টানে টানে।
এভাবেই তো সকাল আসে আবার
সূর্য দেয় ডুব আকাশ ভাজে
সবাই ফিরে যায় নিজ ঘরেতে তবু
পাখিরা রয়ে যায় সদা কাজে।