গোয়াইনঘাটে জোড়া খুনের মামলায় আরও এক আসামী আটক

38

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাট উপজেলায় মসজিদের জমি নিয়ে বিরোধের জের ধরে জোড়া খুনের ঘটনায় আরও এক জনকে আটক করেছে থানা পুলিশ। গত রবিবার রাতে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে কোম্পনীগঞ্জ উপজেলার দলইরগাঁও এলাকা থেকে তাকে আটক করেন।
আটক ব্যক্তি গোয়াইনঘাট উপজেলার বহর গ্রামের মন্তাজ আলীর ছেলে ফারুক আহমেদ। সে জোড়া খুনের মামলার তিন নম্বর এজাহার নামীয় আসামী বলে জানিয়েছে পুলিশ।
গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জোড়া খুনের ঘটনায় অভিযান চালিয়ে ফারুক আহমেদসহ এ পর্যন্ত দশজন আসামীকে আটক করা হয়েছে। এছাড়াও দু’টি অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
গত ২৪শে মার্চ বুধবার সকালে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার মসজিদের জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির বৈঠক চলাকালে মিত্রিমহল ও বহর গ্রামের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়। এ ঘটনায় মিত্রিমহল গ্রামের বাসিন্দা ও সালুটিকর বাজার মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সোবহান বাদী হয়ে ৯৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।