শিক্ষাবিদ ড. আতফুল হাই শিবলী আর নেই

36

কাজিরবাজার ডেস্ক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রো-ভাইস চ্যান্সেলর, ইউজিসির সাবেক মেম্বার এবং সিলেট নর্থ ইস্ট ইউনিভার্সিটির সদ্য প্রাক্তন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আতফুল হাই শিবলী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন বরেণ্য এই শিক্ষাবিদ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট নর্থ ইস্ট ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মো. শাহান আহমেদ।
তিনি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ভগ্নিপতি।