ডাউকি স্থলবন্দরের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সিলেট চেম্বার নেতৃবৃন্দের যোগদান

2

 

ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী ডাউকি স্থলবন্দরের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগদান করেছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ। ডাউকি স্থলবন্দর কর্তৃপক্ষের আমন্ত্রণে মঙ্গলবার সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদ হোসেন এর নেতৃত্বে অনুষ্ঠানে যোগ দেন সিলেট চেম্বারের ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল। ডাউকি স্থলবন্দরের কনফারেন্স হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান শ্রী আদিত্য মিশরা, আইপিএস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদ হোসেন। অনুষ্ঠানে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও আমদানি-রপ্তানি খাতের প্রসারে ব্যাপক আলোচনা হয়। সভায় উভয় দেশের আমদানি-রপ্তানিকারকগণ বর্ডার ট্রেড এ বিরাজমান সমস্যাবলী নিরসনে পোর্ট অথরিটির সহযোগিতা কামনা করেন। সিলেট চেম্বারের প্রতিনিধিদলের মধ্যে ছিলেন চেম্বারের পরিচালক মোঃ সারোয়ার হোসেন ছেদু, শান্ত দেব, মোঃ মাহবুবুল হাফিজ চৌধুরী মুসফিক, সাবেক সহ সভাপতি মোঃ আতিক হোসেন, তামাবিল পাথর আমদানিকারক গ্রæপের সভাপতি লিয়াকত আলী, সহ সভাপতি মোঃ জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদ, শামীম আহমদ, জাহাঙ্গীর আহমদ, তামাবিল স্থলবন্দর ও ডাউকি স্থলবন্দরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি