মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে – অতিরিক্ত বিভাগীয় কমিশনার

30

সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব বলেছেন, মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজ সহ সকলকে রক্ষায় এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে নিজে সচেতন হতে হবে। অন্যকে সচেতন করতে হবে। মাদক জীবনকে কেড়ে নেয়। জীবনের স্বাভাবিক গতি ব্যহত করে, ধীরে ধীরে পঙ্গুত্বের দিকে নিয়ে যায়। তাই মাদক থেকে নিজে বাচুন, অন্যকে বাঁচতে উৎসাহী করুন।
তিনি বুধবার (২৮ নভেম্বর) দুপুরে ১টায় সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে মাদকবিরোধী সচেনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে ও প্রোগ্রাম সমন্বয়কারী যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট র‌্যাব-৯ এর পরিচালক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ, সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. নুরুল ইসলাম, সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী, সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সদ্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, কলেজের গভর্ণিং বডির সদস্য ফজলুল করিম হেলাল, সোনা মিয়া (ময়ূর), প্রবাসী মুজিবুর রহমান, কলেজের সহকারী অধ্যাপক এম.এ আজিজ, সহকারী অধ্যাপক এম. এ বায়েস, সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. কবিরুল হাসান, পরিদর্শক ফনী ভূষণ রায়, উপ-পরিদর্শক মো. হুমায়ূন কবির, সহকারী উপ-পরিদর্শক আব্দুর রশিদ প্রমুখ। বিজ্ঞপ্তি