জগন্নাথপুরে আউশ ধানের বীজ ও সার বিতরণ করলেন এমএ মান্নান এমপি

7

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে আউশ ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে সরকারি ভাবে বিনামূল্যে দরিদ্র ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ২৬০০ কৃষকদের মধ্যে জনপ্রতি ৫ কেজি করে আউশ ধানের বীজ ও ১০ কেজি এমওপি এবং ১০ কেজি করে ডিওপি সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
৮ এপ্রিল সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে সরকারি ভাবে বিনামূল্যে কৃষকদের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন এবং উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। জগন্নাথপুর নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর সঞ্চালনায় এতে সুনামগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, উপজেলার পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, প্রবাসী নেতা সাবুল আহমদ সহ দলীয় নেতাকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।